চার পুলিশ সদস্য হত্যাসহ সাত মামলা জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা তদন্তকেন্দ্রের চার পুলিশ সদস্য হত্যাসহ সাত মামলার পলাতক আসামি জামায়াত নেতা মাওলানা মো. আশরাফ আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশরাফ আলী ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি ছাপরহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, আশরাফ আলী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ আরো সাতটি নাশকতা মামলা আছে। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উপজেলাজুড়ে তা-ব চালায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তারা বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়।