চিকনগুনিয়া-ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ প্রয়োজনঃ বিমান ও পর্যটন মন্ত্রী

রেজাউর রহমান; ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, চিকনগুনিয়া  এ অঞ্চলের মানুষের কাছে অপরিচিত একটি রোগ।  এ রোগ আক্রান্ত  সঞ্জীবনী শক্তি নিঃশেষ করে দেয়,  শরীওে তীব্র ব্যথা বেদনা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিকে তার জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ রোগ থেকে উপশম দীর্ঘ সময়ের ব্যাপার। তাই এ রোগের প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। সরকার বা সিটি কর্পোরেশনের উপর নির্ভর না করে জনগণকে সচেতন করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের মাধ্যমে চিকনগুনিয়া-ডেঙ্গুর প্রতিরোধ করতে হবে।

তিনি আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে যুব মৈত্রী আয়োজিত ঢাকা শহরসহ দেশব্যাপী চিকনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন।  

সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ফরিদ উদ্দিন আহমেদ রতন, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, সহসভাপতি তৌহিদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে ২০ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও অঞ্চলে চিকনগুনিয়া-ডেঙ্গু নাশক ওষুধ ছিটানো হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচি পালিত হবে।

 

মাহবুবুর রহমান তুহিন

জনসংযোগ কর্মকর্তা

বেবিপম

০১৫৫২৪৭৫০০৯

০১৮২৬৬৬৭৭০০