চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন হুসেইন মুহম্মদ এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সিঙ্গাপুরে পাঁচ দিন অবস্থান করবেন তিনি। ৭ নভেম্বর ২০১৭ তার দেশে ফেরার কথা রয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হয়েছেন পার্টির কো-চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী জি এম কাদের, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, নাসরিন জাহান রতনা এমপি, অবসরপ্রাপ্ত মেজর মো. খালেদ আখতার ও আলহাজ শফিকুল ইসলাম সেন্টু।

সিঙ্গাপুর যাত্রাকালে রাজধানীর শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে বিদায় জানান পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, মো. আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, এস এম ফয়সল চিশতী, মো. আযম খান, পার্টির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল, নূরুল ইসলাম নূরু, যুগ্ম মহাসচি নূরুল ইসলাম ওমর এমপি, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন ভূঁইয়া এমপি, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার এমপি, অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলম মিঠু, ইঞ্জিনিয়ার এম এ সাত্তার, পীর মো. ফজলুর রহমান এমপি, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের, শাহানারা বেগম এমপি, সৈয়দ ইফতেখার আহসান হাসান, অবসরপ্রাপ্ত কর্নেল শাব্বির আহমেদ, মো. আবু তৈয়ব ও শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু প্রমুখ।