চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চিকুনগুনিয়া আক্রান্ত এলাকায় মশা নিধনের জন্য কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৪ জুলাই ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য অঞ্চলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সুজাউদৌলা আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দায়ের করেন।