চিপ সঙ্কটে বাড়তে পারে পণ্যের দাম: শাওমি প্রেসিডেন্ট

বিশ্বব্যাপী চিপ ঘাটতির কারণে ব্যয় বেড়েছে এবং এর ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন চীনা স্মার্টফোন নির্মাতা শাওমির প্রেসিডেন্ট ওয়াং জিয়াং ।

বুধবার কোম্পানির চতুর্থ প্রান্তিকের আয় বিবরণী প্রকাশের সময় জিয়াং বলেন, আমরা আমাদের পণ্যের নির্মাণ খরচ যতটা সম্ভব অনুকূলে রাখার চেষ্টা করবো। সত্যি কথা বলতে, আমরা ভোক্তাদের কাছে আমাদের সেরা মূল্য দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি তবে মাঝে মাঝে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির কিছু অংশ গ্রাহকের ওপর চাপাতে হতে পারে। চিপের ঘাটতির ফলে আমরা চাপ টের পাচ্ছি, তবে আমরা ঠিক আছি।

কম্পিউটার চিপের ঘাটতির ফলে গত বছরের শেষের দিকে ইলেক্ট্রনিক্স শিল্প বড় ধরনের ধাক্কা খায়। এর পেছনে রয়েছে কোভিড -১৯, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মতো কারণ।