চিরিরবন্দরে ডিবির জালে ১৯ জুয়াড়ি আটক

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ১৯ জুয়াড়িকে আটক করেছে দিনাজপুর ডিবি পুলিশ। গত ২ নভেম্বর বুধবার গভীর রাতে উপজেলার অকড়াবাড়ী বাজারের দীনো মেকারের দোকান ঘর হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর হতে ১৯ জুয়াড়িসহ ৫টি মোটরসাইকেল আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করেছে।
আটককৃতরা হলো খোচনা গ্রামের অলিমদ্দীনের পুত্র মমতাজ আলী (৫৫), একই গ্রামের রতনেশ্বরের পুত্র সুজন চন্দ্র রায় (৩৬), থেলু মোহাম্মদের পুত্র মজিবর রহমান (৪৬), অফির উদ্দীনের পুত্র ডাঃ আব্দুল মজিদ (৩২), বেশার উদ্দীনের পুত্র আব্দুল মজিদ (৪০), মৃতঃ শামসুজ্জামানের পুত্র শহিদুল হক (৫২), অবিনাশ চন্দ্র রায়ের পুত্র দীনবন্ধু রায় ওরফে দীনো (মেকার) (৪০), জোতসাতনালা গ্রামের সুজাত আলীর পুত্র আফিজ উদ্দীন (৪৫), রমেশ মৃগার পুত্র অসীম কুমার রায় (৩৫), হজর উদ্দীনের পুত্র জমির উদ্দীন (৫৫), তাছির উদ্দীনের পুত্র সাকিল (২৬), দক্ষিন পলাশবাড়ী গ্রামের আবুল কালামের পুত্র ও বর্তমান ইউপি সদস্য কামরুজ্জামান (৪৫), শিংগানগর গ্রামের ছফির উদ্দীনের পুত্র আব্দুস সামাদ (৫৬), পূর্ব সাইতাড়া গ্রামের মৃত ইসলাম উদ্দীনের পুত্র বাবু (২৩), মৃত বদর উদ্দীনের পুত্র নুল ইসলাম (৩৯), মৃত সতীশ চন্দ্র রায়ের পুত্র ও প্রাক্তন ইউপি সদস্য শৈলেন্দ্র নাথ রায় (৬৫), মৃত বলহরি চচন্দ্র রায়ের পুত্র বাবুর চন্দ্র রায় (৫০), আন্ধারমুহা গ্রামের মহিউদ্দীনের পুত্র ডাঃ আব্দুল মান্নান (৬২) দক্ষিন সুকদেবপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র লুৎফর রহমান (৪৭) পরদিন বৃহস্পতিবার দিনাজপুর ডিবি পুলিশের এস আই বজলুর রশীদ বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মালার বাদী এসআই বজলুর রশীদ জানান, দীর্ঘদিন ধরে অকড়াবাড়ী বাজারে জুয়ার আসর বসতো অভিযানের দিন গোপন সংবাদের ভিত্তিতে উর্দ্ধত কর্তৃপক্ষের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়েছে।