চিরিরবন্দরে নির্মানাধীন ভবনের সার্টার পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ছবিটি স্কুলের মূল ভবনের

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নির্মানাধীন সপ্তম তলা থেকে সার্টারের  কাঠ মাথায় পড়ে রুবায়েত জামিল প্লাবন নামের নবম (বিজ্ঞান) শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত প্লাবন জেলার বিরামপুর সদর উপজেলার পৌর এলাকার এমদাদুলের পুত্র। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান ও প্রত্যক্ষদর্শী নবম শ্রেণির ছাত্র তানভীর, ভুবন রায় ও সাহাদাত চৌধুরী জানায়,  মঙ্গলবার বিকাল ৬টায় স্কুল মাঠ হতে খেলাধুলা শেষে নির্মানাধীন ভবনের চতুর্থ তলায় তার ক্লাশ রুমে যাওয়ার সময় সিঁড়ির কাছে যাওয়া মাত্রই নির্মানাধীন সপ্তম তলা হতে সার্টারের কাঠ মাথায় পড়লে মাথা পেটে গুরুতর আহত হয়। তৎক্ষনাত আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত  চিকিৎসার জন্য রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত সাড়ে ১০টায় রংপুর হাপাতালে পৌছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।