চিরিরবন্দরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে শিক্ষকের কারাদণ্ড

মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার অপরাধে আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাত দিনের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার নান্দেড়াই কামিল মাদরাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রে কৃষি পরীক্ষা চলছিল। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম আকষ্মিক পরিদর্শনে আসেন কেন্দ্রটি। পরিদর্শনকালে কক্ষ পরিদর্শক ও আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু তালেবকে মোবাইল ফোনে কথা বলতে দেখেন।
এ সময় জেলা প্রশাসক তাকে আটকের ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।