চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে রাণীরবন্দরে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইন ও মোবাইল কোর্ট অভিযান চালিয়ে হোটেল সহ ১৯ জনকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে ,গতকাল সোমবার দুপুরে চিরিরবন্দর রাণীরবন্দরে বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: গোলাম রব্বানী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় রাণীরবন্দর সুইহারী বাজারের গফুর হোটেল মালিক রবিউল ইসলাম রবিকে নগদ ২ হাজার টাকা, হাইওয়ে ফিটনেসবিহীন লিমন পিকাপ ভ্যানকে নগদ ১ হাজার টাকা, লাইন্সেস বিহীন মটরসাইকেল সহ হাইওয়ে রোডে চলা নিষিদ্ধ নছিমন,করিমন,পিকাপ ভ্যানকে বিভিন্ন অর্থদন্ডে  জরিমানা আদায় করা হয়। এসময় তিনি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
ভ্রাম্যমান আদালত অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, দশমাইল হাইওয়ে থানার (ওসি) মো: আব্দুল মালেক, চিরিরবন্দর থানার এসআই আব্দুল লতিফ সহ পুলিশের একটি দল।
এছাড়া ভ্রাম্যমান আদালত চলাকালীন সময় রাণীরবন্দরের সকল হোটেল, কম্পিউটার দোকান ও ল্যাব ডায়াগনিষ্টিক সেন্টার গুলি বন্ধ ছিলো।