চিলমারীতে নৌ-পুলিশের বিরুদ্ধে মৎস্যজীবীদের বিক্ষোভ 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে নৌ-পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে  বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মৎস্যজীবিরা।
সোমবার সকালে স্থানীয় মৎস্যজীবিরা রমনা ঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এসময় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলেদের জাল ধরে বাড়িতে নিয়ে এসে গোপনে বিক্রি করার অভিযোগ করে বক্তারা বলেন, চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মোহাম্মদ আক্কাস আলী ও এসআই শামসুল হক জেলেদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জাল আটক করে কেজি দরে বিক্রি করে। আমরা এই দুই পুলিশ সদস্যের অপসারণ চাই।
এ সময় উপস্থিত ছিলেন, রমনা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য  রোকনুজ্জামান স্বপন, রমনা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, মৎস্যজীবি ফুল মিয়া, হান্নান মিয়া, নয়া মিয়া প্রমুখ।