চীনাদের আমন্ত্রণে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের রয়েছেন জিনপিং। ফ্লোরিডায় মার-আ-লাগোয় বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তির দেশের নেতারা বৈঠক করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

চীনাদেরগত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করেছে চীন। সুপারপাওয়ার চীনকে ‘মুদ্রা অবমূল্যায়নকারী’ হিসেবে ব্র্যান্ডিং করার আহ্বান জানান ট্রাম্প।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

তবে জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রর ও চীনের নতুন কূটনৈতিক অধ্যায় সৃষ্টি হলো। দুই নেতা নতুন করে তাদের সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য সম্মত হয়েছেন।

টিলারসন বলেছেন, ২০১৭ সালেই চীনে প্রেসিডেন্ট ট্রাম্পের সফর হবে রাষ্ট্রীয় সফর। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ‘দুই নেতার মধ্যে পরিবেশ ও রসায়ন দু-ই ইতিবাচক… এই শীর্ষ বৈঠকের ফলাফল নিয়ে আমাদের অনুভূতি ভালো।’

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রোস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়াতে এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে দুই দেশের মধ্যে ১০০ দিনের সরাসরি আলোচনার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, জিনপিংয়ের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার সম্পর্কের ‘খুবই উন্নতি’ হয়েছে।