চীনের সঙ্গে ভ্যাকসিন চুক্তির বিষয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের সঙ্গে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। একই সঙ্গে চীনের ভ্যাকসিন পেতে আরও চুক্তিবদ্ধ হচ্ছি।

রোববার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় জাহিদ মালেক আরও জানান, কোভিড-১৯ থেকে সুরক্ষায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। তবে এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে, সেভাবেই চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পাদন অপেক্ষায় আছে বাংলাদেশ। এছাড়া ভারতের কাছ থেকে আরও ২ কোটি ৩০ লাখ টিকা পাবো। তবে কোনো কার্যক্রমই আটকে নেই।

তিনি বলেন, এ মাসের শেষে ৫০ লাখ ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে টিকা কার্যক্রম চলবে।