চীনে ভবন ধস, জীবিত উদ্ধার ৫

চীনে একটি ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন আটকা পড়েছে। আটকাপড়াদের মধ্য থেকে এখন পর্যন্ত পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এএফপির বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুনান প্রদেশে অবস্থিত ওই ভবনটিতে একটি হোটেল, অ্যাপার্টমেন্ট ও সিনেমা হল ছিল।

শনিবার কমপক্ষে ২৩ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এবং আরও ৩৯ জন নিখোঁজ রয়েছেন। চাংশার মেয়র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র ঝেং জিয়ানশিন জানিয়েছেন, নিখোঁজদের জীবিত উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে ধসে পড়া ভবন থেকে পাচঁ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।