চীন যাত্রা বিকেএসপির প্রতিনিধিদলের

ক্রীড়া ডেস্ক: চীনের বিশ্বখ্যাত শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)। আগামী ৪ জুলাই চীনের লিউনিং প্রদেশের শেনইয়াং বিশ্ববিদ্যালয়ে এ সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে।

আনুষ্ঠানিকতাকে সামনে রেখে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । দলের অন্যান্য সদস্যরা হলেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (যুব অধিদপ্তর) যুগ্ম সচিব আজিজুল হক, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) মোশারফ হোসেন মোল্লা, কলেজের সহকারী অধ্যাপক শামীমা সুলতানা, ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুসরাৎ শারমিন ও ফুটবল বিভাগের চিফ কোচ উজ্জল চক্রবর্তী। চুক্তি অনুযায়ী শেনইয়াং এর বিশেষজ্ঞ প্রশিক্ষকরা বিকেএসপিতে এসে কোচ ও অ্যাথলেটদের প্রশিক্ষণ দিবেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে চীনের সাফল্যে শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখযোগ্য । এক পরিসংখ্যানে দেখা যায় এ পর্যন্ত শেনইয়াং একাডেমির প্রশিক্ষণার্থীরা ১০৩টি স্বর্ণ পদক সহ ৩৬৪ পদক উপহার দিয়েছে জাতিকে। তাই সংশ্লিষ্ঠরা মনেকরেন এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিকেএসপি তথা বাংলাদেশই বেশি লাভবান হবে ।

তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তি