চুমুতে আপত্তি সিদ্ধার্থ-জ্যাকলিনের

বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমা অ্যা জেন্টলম্যান। সিনেমায় এ জুটির একটি চুমুর দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় সেন্সর বোর্ড। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় সিদ্ধার্থ-জ্যাকলিনের একটি দীর্ঘ চুমুর দৃশ্য রয়েছে। সেন্সর বোর্ডের পক্ষ থেকে সিনেমাটির পরিচালক কৃষ্ণা ডিকে ও রাজ নিদিমোরুকে চুমুর দৈর্ঘ্য ছোট করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘প্রধান জুটির চুমুর দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে চলছিল, যেমনটা জেমস বন্ড সিনেমা এবং রণবীর-আনুশকার অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় ছিল। আমরা তাদের (নির্মাতাদের) এটিকে একটু ছোট করতে বলেছি। সিনেমার নাম অ্যা জেন্টলম্যান কিন্তু মনে হয়েছে চুমুর সময় নায়ক সকল নৈতিক আচরণ ভুলে গিয়েছিল।’

অ্যা জেন্টলম্যান সিনেমায় সিদ্ধার্থ-জ্যাকলিনের রোমান্স দেখতে পাবেন দর্শক। এরই মধ্যে প্রকাশিত সিনেমাটির পোস্টারে এমনটাই আভাস মিলেছে। একটি পোস্টারে এ জুটিকে চুম্বনরত অবস্থাতেও দেখা গেছে। সিনেমায় সুশীল গৌরব ও রিস্কি রিশি নামে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। অন্যদিকে কাব্য নামে একটি মেয়ের চরিত্রে দেখা যাবে জ্যাকলিনকে।

অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা অ্যা জেন্টলম্যান। সিনেমাটি পরিচালনা করছেন রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।