চোর সন্দেহে গ্রামবাসীদের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

বিদ্যুৎস্পৃষ্টে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রের মৃত্যু

চোর সন্দেহে গ্রামবাসীদের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গরু চোর সন্দেহে গ্রামবাসীদের গণপিটুনিতে ইমরান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার ভোরে চুয়াডাঙ্গার টেইপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান মেহেরপুর জেলার বাড়াদী কলোনি পাড়া গ্রামের মৃত আশরাফের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, ভোরে সদর থানার টেইপুর গ্রামে লাল মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে গরুচোর সন্দেহে গ্রামবাসীরা ইমরানকে আটক করে। এরপর তাকে গণপিটুনি দিয়ে মুমূর্ষু অবস্থায় সদর থানায় সোপর্দ করে। পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়।

পুলিশ ইমরানের লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।