চৌগাছায় “সিএসপিএইচ ফাউন্ডেশনে”র বস্ত্র বিতরণ

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ৯৯-ব্যাচ অর্থাৎ “সিএসপিএইচ ফাউন্ডেশনে”র আয়োজনে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ৩ জুন সোমবার চৌগাছার নাসির হোটেলের গোলি সংলগ্ন ৯৯-ব্যাচের মঞ্জুরুল আহমেদ জেমসের অফিসের সামনে পৌরসভাসহ উপজেলার ১১ ইউনিয়নে গরীব-দুঃখী বাঁচায় করে তাদের হাতে এই শাড়ি লুঙ্গি বিতরণের কাজ শুরু হয়।
ব্যাচসূত্রে জানা যায়, তারা ফাউন্ডেশনের পক্ষে ইতিমধ্যে একমাস ব্যাপি ইফতার বিতরণের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে তাদের বস্ত্রবিতরণের কাজ শুরু হয়েছে। আজকের শাড়ি লুঙ্গি বিতরণের সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের অর্থসম্পাদক ও মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক-৯৯ ব্যাচের অমেদুল ইসলাম, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান, ব্যাচ ফাউন্ডেশনের সভাপতি সাদেকুর রহমান ডালিম, আব্দুল হালিম, মঞ্জুরুল আলম জেমস, সেলিম রেজা তুহিন, এটি এম সুমন, পারভেজ জিয়াউর রহমান জিয়া, মাসুদ রানা, রুবানা মাহমুদ, নাজনীন সুলতানা, ববি জামান, নাজিম উদ্দীন, মেহেদী হাসান সজল, কাজল হোসেন, আব্দুল্লাহ আল বনি প্রমূখ।