চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই কবরে জিয়ার লাশ নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই কবরে জিয়ার লাশ নেই। জিয়ার কফিনের মধ্যে কি মানুষ ছিল, নাকি অন্যকিছু ছিল? প্রমাণ থাকলে ছবি দেখাতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, জিয়ার কবরে লাশ নেই। থাকলে ডিএনএ টেস্ট করে তার প্রমাণ করুন। কেবল জিয়ার কবরই নয়, জাতীয় সংসদ এলাকায় লুই কানের নকশাবহির্ভূত যত কবর ও অবৈধ স্থাপনা রয়েছে, সব অপসারণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতাকে হত্যা করবে আর মুক্তিযুদ্ধের খেতাব থাকবে তা হতে পারে না। দালিলিক প্রমাণসাপেক্ষে জিয়াউর রহমানের খেতাবও বাতিল হবে।