ছবি পোস্ট করায় এক সৌদি তরুণীকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারে বোরখা ছাড়া ছবি পোস্ট করায় এক সৌদি তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রিয়াদ পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ অবশ্য ওই তরুণীর নাম জানায়নি। তবে বেশ কয়েকটি ওয়েবসাইট জানিয়েছে, ওই তরুণীর নাম মালাক আল শেহরি। গত মাসে রিয়াদের প্রধান সড়কে হিজাব ছাড়া ছবি তুলতে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল মাইমান এক বিবৃতিতে জানিয়েছেন, রক্ষণশীল দেশে‘নৈতিকতার সীমা লঙ্ঘন’ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে বলা হয়, সৌদি সমাজের নিয়ম অনুযায়ী, মাথা থেকে পা পর্যন্ত বোরখা না পরে রিয়াদের একটি জনপ্রিয় রেস্তোঁরার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেছিলেন ২০ বছর বয়সী ওই নারী। এছাড়া নিষিদ্ধ সম্পর্কের পুরুষের সঙ্গেও ওই নারী প্রকাশ্যে কথা বলেছিলেন।

ফাওয়াজ আল মাইমান বলেন, ‘এ দেশে প্রচলিত যে আইন রয়েছে ওই নারী তার লঙ্ঘন করেছেন। আর এ কারণেই ওই নারীর বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে।