ছাত্রলীগ দেশের আগামী দিনের কাণ্ডারি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ দেশের আগামী দিনের কাণ্ডারি। দেশের এমন কোনো আন্দোলন-সংগ্রাম নেই যেখানে ছাত্রলীগের অবদান নেই।

শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, দেশের সব সংগ্রামেই ছাত্রলীগ অগ্রদূতের ভূমিকা পালন করেছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি হলো ছাত্রলীগ। ছাত্রলীগ থেকে প্রশিক্ষণ নিয়ে আজ বেশির ভাগ নেতাই জাতীয় নেতা হয়েছেন।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি, নাজিম উদ্দিন আহাম্মেদ এমপি, শরীফ আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ বক্তব্য রাখেন।