ছাত্রীকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে আটক ভাই-বোনকে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রীকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে আটক ভাই-বোনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দুই ভাই-বোন হচ্ছেন কাওসার আহমদ ও ফাহমিদা বেগম। তাদের বাড়ি হবিগঞ্জে। কাওসার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও তার বোন একই বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

গতকাল শুক্রবার দুপুরে শাবি ক্যাম্পাসে এসে নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এক শিক্ষার্থীকে মারধর করে জোরপূর্বক রিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন কাওসার ও ফাহিমদা। এ সময় শাবির গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক সাজেদুল করিম ঘটনাটি প্রত্যক্ষ করে তাদেরকে আটক করেন।

পরে নগরীর জালালাবাদ থানা পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় শাবির ওই শিক্ষার্থী শুক্রবার দিবাগত রাতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নগরীর জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।