ছিনতাইকালে হাতেনাতে তিন যুবককে আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে ছিনতাইকালে হাতেনাতে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক তিনজন হলো- নগরীর বিনোদপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে মজিবুল হক ওরফে সেন্টু (৩০), মোজাহার আলীর ছেলে সারোয়ার জাহান (২৫) ও ধরমপুর মধ্যপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সনি ইসলাম (২৪)। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মোট পাঁচজন ছিনতাইকারী এক নারীর কাছ থেকে একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন এই তিন যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। তবে অপর দুই ছিনতাইকারী ওই নারীর মোবাইল নিয়ে পালিয়ে গেছে। ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ওই নারীর মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।