ছেলেমেয়ে সম্পর্কে খোঁজ রাখুন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে এ দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। জঙ্গিবাদ রোধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের ছেলেমেয়ে সম্পর্কে খোঁজ রাখুন। তারা কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, কী বই পড়ে- তা খেয়াল রাখুন। তাদের সঙ্গে আরো ঘনিষ্ঠ হন। যারা ভুল পথে যাচ্ছে তারা সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামকে। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু তারা এ ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে।’

বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সীমান্ত ব্যাংক লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিজিবি সদস্যদের আনন্দের দিন। সামনে পবিত্র ঈদুল আজহা। আজ সীমান্ত ব্যাংক উদ্বোধন করলাম। এটা তাদের জন্য ঈদের শুভেচ্ছা।’

তিনি বলেন, ‘আমরা চাই, দেশের প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তিশালী হোক। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০ পাস করেছি। এতে এ বাহিনী আরো শক্তিশালী হয়েছে, গতিশীল হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘সমুদ্রসীমা বিরোধ নিয়ে আমরা ৯৬ সালে প্রথম উদ্যোগ গ্রহণ করি। ২০০১ সালের পর এ বিষয়ে আর কোনো কাজ হয়নি। পরে ২০০৯ সালে আমরা সরকার গঠন করে আন্তর্জাতিক আদালতে মামলা করি। আমরা ক্ষমতায় থাকি আর নাই থাকি সব সময় দেশের উন্নয়নে কাজ করি। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো রেখে আমরা মামলা করে জয়ী হয়েছি।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় করি। আমরা শান্তিপূর্ণভাবে যে কাজটি করেছি তা বিশ্বের অনেক দেশই পারে না। এসবের জন্য যুদ্ধ পর্যন্ত হয়েছে। বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হওয়ায় এখন সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাও কমে এসেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ব্যাংকটির মাধ্যমে বিজিবি পরিবারের সদস্যরা সহজ শর্তে ঋণ সুবিধাসহ, সীমান্ত এলাকার কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখবে বলে জানানো হয়।