জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভিযোগে প‌রিচালকসহ চারজনকে আটক

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কন‌ফি‌ডেন্স কো‌চিং সেন্টা‌রের প‌রিচালকসহ চারজনকে আটক ক‌রা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে পরীক্ষা শুরু হয়। এ সময় প্রশ্নসহ ক্যাম্পা‌সে প্র‌বেশ করার সময় এক পরীক্ষার্থী‌কে আটক ক‌রা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসা করে তথ্যের ভিত্তিতে বিসিএস কন‌ফি‌ডেন্স কো‌চিং সেন্টা‌রে পুলিশের সহযোগিতায় অভিযান চা‌লি‌য়ে তিনজনকে আটক ক‌রা হয়।

আটককৃতদের মধ্যে ক‌নফি‌ডেন্স কো‌চিংয়ের জ‌বি ক্যাম্পাস শাখার প‌রিচালক র‌নি রয়েছেন। অপর দুইজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

এবার ‘এ’ ইউনিটের ৮২৫টি আসনের বিপরীতে ৬৪ হাজার ৩০৬ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ৩১টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।