জঙ্গিদের অর্থদাতার লাশ মর্গে

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় নিহত জঙ্গিদের অর্থদাতা আব্দুর রহমানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাভার থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান ওই লাশ ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, র্যা বের কাছ থেকে গ্রেপ্তার এড়াতে রহমান পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়েন। এতে তার দুই পা ভেঙে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে সে মারা যায়। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে।

সাভার থানা থেকে ঢামেকে পাঠানো ফরওয়ার্ডিং পত্র থেকে জানা যায়, জঙ্গিদের অর্থের যোগানদাতা আব্দুর রহমানের বাড়ি সাতক্ষীরা সদরের খুশখলিতে।

শনিবার আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা আবাসিক এলাকার মির্জা ভিলায় অভিযান চালায় র্যা ব। র্যা বের উপস্থিতি টের পেয়ে বাড়িটির পঞ্চম তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন আব্দুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টায় তার মৃত্যু হয়।

এদিকে অভিযান শেষে র্যা ব দাবি করেছে, সাম্প্রতিক সময়ে নব্য জেএমবি যেসব নাশকতামূলক কর্মকাণ্ড করেছে, তাতে মূল অর্থ সরবরাহকারী ছিলেন আব্দুর রহমান।