জঙ্গিদের আত্মঘাতী হামলাকারী ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহিদুল হক বলেছেন, জঙ্গিদের আত্মঘাতী হামলাকারী ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে সিসি ক্যামেরা নেটওয়ার্ক ও মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

আইজিপি আরো বলেন, দেশ থেকে জঙ্গি নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষেরও এগিয়ে আসতে হবে। নতুন করে যাতে কেউ এই জঙ্গি তৎপরতায় জড়িত হতে না পারে সে জন্য প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি সচেতন থাকতে হবে।

শহিদুল হক বলেন, ইংরেজি নববর্ষে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম বক্তব্য রাখেন।