জঙ্গিদের সমূলে উৎপাটন করা হবে

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘জঙ্গিদের সমূলে উৎপাটন করা হবে। এজন্য একরকম যুদ্ধের মধ্যে আছি। জঙ্গিদের দমন না করা পর্যন্ত র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

শুক্রবার রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা যাকে হারিয়েছি, তাকে আর ফিরে পাব না। তবে আমরা এ শোককে শক্তিতে রূপ দিয়ে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছি। এ যুদ্ধ জঙ্গিদের মূলোৎপাটন করার। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।’

জানাজায় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ মার্চ সিলেট নগরীর দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার বাইরে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।