জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশন আগামীকাল

ঢাবি প্রতিনিধি : জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশন ২০১৬ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে কনভেনশন পূর্ব সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

কনভেনশনটি সকাল সাড়ে ১০টায় শুরু হবে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

কনভেনশনে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সকল স্তর তথা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ- মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসাসমূহ এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২৩ টি সংগঠনের সাত শতাধিক প্রতিনিধি।

অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, জঙ্গিবাদের বিল্ডিং গ্রাউন্ড হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। জঙ্গিরা বেড়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে। এজন্য শিক্ষকদের সচেতন হতে হবে। এই কনভেশনের মাধ্যমে সরকারের পাশাপাশি শিক্ষক সমাজ জঙ্গিবাদ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন করতে পারবে।