জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের অভিযানের ধরনে মৌলিক পরিবর্তন আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘জঙ্গিবাদ একদিনে সৃষ্টি হয়নি। এতে অভ্যন্তরীণ ইন্ধন রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার পরে এতে উস্কানি বেশি হয়েছে। জঙ্গিবাদে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া হলে তা নিয়ন্ত্রণে আনা আরো কঠিন হবে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

‘জঙ্গি, সন্ত্রাস ও মাদকের আগ্রাসন রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ সেমনিারের আয়োজন করে দৈনিক আমার কাগজ।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের অভিযানের ধরনে মৌলিক পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনের ফলে কল্যাণপুর, সীতাকুণ্ড, মিরসরাই, সিলেটসহ সারা দেশে সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে সিলেটে র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদসহ দুজন সহকর্মীকে হারাই। আমরা জীবন দিয়ে মানুষের জীবনকে রক্ষা করি। কিন্তু দুঃখ হয়, যখন আমাদের অভিযান নিয়ে প্রশ্ন তোলা হয়। যারা প্রশ্ন তোলে তারা জ্ঞানপাপী। জেগে জেগে ঘুমায়।’

তিনি আরো বলেন, ‘পয়লা বৈশাখে জনগণের মনে কোনো শঙ্কা দেখিনি। শঙ্কা ছিল আমাদের মনে, সরকারের মনে। রাত ১১টাতেও হাজারো মানুষের ঢল ছিল হাতিরঝিলে। আমরা তাদের বের করে দেইনি। কারণ, দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির অবাধ চর্চার মাধ্যমে জঙ্গিবাদের শক্তি হারিয়ে যাবে, অপশক্তি স্থান পাবে না।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ধর্মকে বিকৃতভাবে উপস্থাপনে বিপত্তি ঘটে। মূলত ধর্মান্ধতা থেকেই মৌলবাদের সৃষ্টি। আর সেখান থেকে জঙ্গিবাদ। এটা নির্মূলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।’

দৈনিক আমার কাগজের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ফেনীর পৌর মেয়র আলাউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তুরিন আফরোজ ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা প্রমুখ।