জঙ্গি আব্দুর রহমানের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় র‌্যাবের অভিযানে নিহত হওয়া জেএমবি নেতা আব্দুর রহমানের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, আব্দুর রহমানের প্রকৃত নাম সারোয়ার জাহান ওরফে শায়খ আবু ইব্রাহিম আল হানিফ। তিনি নব্য জেএমবির প্রধান ছিলেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া জানান, নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত তামিম চৌধুরী নব্য জেএমবি প্রধান ছিলেন। তার মৃত্যুর পরই সংগঠনের নেতৃত্বে যান আব্দুর রহমান। তিনি সংগঠন পরিচালনার সঙ্গে অর্থের যোগানও দিতেন। তার ব্যাপারে যাচাইবাছাইয়ের পর এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ৮ অক্টোবর সাভারের আশুলিয়ার একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় র‌্যাব। সে সময় পাঁচতলা ভবনের ওপর থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন আব্দুর রহমান। এ সময় আহত অবস্থায় র‌্যাবের হাতে আটক হন তিনি। পরে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।