জঙ্গি কর্মকাণ্ডে যারা জড়িয়ে পড়েছ, তারা ভুল করছ, ফিরে এসো

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জঙ্গি কর্মকাণ্ডে যারা জড়িয়ে পড়েছ, তারা ভুল করছ, ফিরে এসো। স্বাভাবিক জীবনের সব ধরনের সহযোগিতা করা হবে।’

রোববার দুপুরে তেজগাঁও রেলগেট সংলগ্ন এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী জঙ্গি উত্থান হচ্ছে, সেটা বুঝতে হবে। একটি অপশক্তি ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর চেষ্টা করছে। মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। ওই শক্তিটি ইসলামের নামে তরুণ সমাজকে জঙ্গিবাদে জড়িয়ে ফেলছে। তবে তারা ভুল করছে।’

যারা জঙ্গিবাদে জড়িত তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তোমরা ফিরে এসে। ইসলামে জঙ্গিবাদ বা মানুষ হত্যা কোনোভাবে সমর্থন করে না। ফিরে আসলে রাষ্ট্র তথা আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে।’

উল্লেখ্য, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা তরুণদের ফিরে আসার আহ্বান জানান।