জটিলতায় সিদ্ধার্থ!?

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভোজপুরি ভাষা নিয়ে সিদ্ধার্থের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ করেন অভিনেত্রী নিতু চন্দ্র। পরবর্তী সময়ে তার কথার জন্য ক্ষমাও চান সিদ্ধার্থ। কিন্তু তবু ঝামেলা এড়াতে পারেননি তিনি। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে বলে জানিয়েছেন ভোজপুরি অভিনেতা-গায়ক ও বিজেপি নেতা মনোজ তিওয়ারি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে মনোজ তিওয়ারি বলেন, ‘আমি শুনে আশ্চর্য হয়েছি। আর এটি খুবই আপত্তিকর যে, আপনি ২২ কোটি মানুষের ভাষাকে এভাবে বলেছেন। এটি ২২ কোটি মানুষের অপমান। এটি খুবই খারাপ। আমি এটাকে সমর্থন করছি না। আমাদের সবার উচিৎ দেশের প্রতিটি ভাষাকে সম্মান করা।’

তিনি আরো বলেন, ‘আমি ভেবেছিলাম সে অভিনেতা, ভালো কিছু করবে কিন্তু অনেক দুঃখ দিয়ে দিল। আমার মনে হয় না মানুষ তাকে ক্ষমা করবে। তার অপরাধের জন্য ক্ষমা চাওয়া উচিৎ। কালকের মধ্যে তিন-চার জায়গার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়ে যাবে। পাটনা, বেনারস, মুম্বাই, কলকাতাতেও এফআইআর দায়ের হবে।’

এর আগে বিগ বস অনুষ্ঠানে এক পর্যায়ে সিদ্ধার্থকে ভোজপুরি ভাষায় ‘শিকার তো সব কেহু কারেগা, লেকিন বাঘ জ্যায়সে শিকার কেহু না করে’ (শিকার তো সবাই করে কিন্তু বাঘের মতো শিকার কেউ করে না) সংলাপটি বলার অনুরোধ করেন মনোজ বাজপেয়ে। তার নির্দেশনা অনুযায়ী সেটি করেনও স্টুডেন্ট অব দি ইয়ার অভিনেতা। কিন্তু এরপর তিনি বলেন, ‘অ্যায়সা লাগ রাহা ব্যায়ঠা হুয়া হ্যায়, ল্যাট্রিন মে। বাথরুম মে কার রাহে হ্যায় কি কাহা হ্যায় (এমন মনে হচ্ছে টয়লেটে বসে আছি, কি বলছি বাথরুমে সেটি করছি)।’

সিদ্ধার্থের বক্তব্যটি ভাইরাল হলে এ অভিনেতা মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখেন, ‘আমি একটি টিভি শোতে থাকাকালীন নতুন একটি ভাষা বলার চেষ্টা করি। এটা করার সময় যদি আমি কারো অনুভূতিতে আঘাত করে থাকি তা হলে ক্ষমা চাইছি কারণ কাউকে অসম্মান করার জন্য এটি করিনি।’