জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় কোনো ফল আসবে না জানিয়ে দলকে রাজপথে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। জনগণ সরকারের ওপর ‘ক্ষুব্ধ’ হলেও বিএনপি কেন প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনে নামতে পারছে না তারও উত্তর খোঁজেন দলটির এই নীতিনির্ধারক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভায় এ নিয়ে কথা বলেন তিনি। ‘চলমান রাজনৈতিক সংকট আগামী জাতীয় নির্বাচন কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী বন্ধু দল’। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ। তাদের ক্ষোভকে কাজে লাগিয়ে যোগ্য সাহসী নেতৃত্ব দিয়ে দায়িত্ব পালন করতে পারছি না আমরা। এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রতিশ্রুতি ও অঙ্গীকার করে আমরা ঘরে বসে আছি। রাজপথে নামছি না। এভাবে আন্দোলন হবে না।’ তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে কিছু হবে না। আলোচনা হবে, যারা আইন মানে, বিধান মানে এবং কথা শুনে। আওয়ামী লীগ তো ভিন্নমত সহ্য করতে পারে না। ভিন্নমত হলেই গ্রেপ্তর ও মামলা দেওয়া হয়। খালেদা জিয়া ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া ও তারেক জিয়াকে জেলে দেবেন আর আওয়ামী লীগের নির্বাচনে বিএনপি যাবে, এমন পাগল তো বিএনপি হয়নি। ২০১৪ সালের মতো নির্বাচন দেওয়ার শক্তি হাসিনার নেই। সরকারের যতই বিদেশি বন্ধু থাকুক, দেশের মাটিতে খালেদা-বিএনপি ছাড়া আর কোনো নির্বাচন হবে না।’ গণতন্ত্রের অনুপস্থিতিতে দেশে সংকট চলছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।