জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিআরটিএ

অর্থনৈতিক প্রতিবেদক : জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ লক্ষ্যে পাঁচ পদে ৩৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬ জন, বেঞ্চ সহকারী ১২ জন, স্টোর কিপার একজন, রেকর্ড কিপার তিনজন এবং হিসাব সহকারী পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে।

সব পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার এবং রেকর্ড কিপার পদে আবেদনকারীদের বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে। ৩১ জানুয়ারি, ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা সরকারি চাকরির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে ‘চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পুরাতন বিমানবন্দর সড়ক, এলেনবাড়ি তেজগাঁও, ঢাকা-১২১৫’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০১৭।