জবিতে কনসার্ট ফর ফাইটার্স অনুষ্ঠিত

জবি প্রতিনিধি : সাওতাল পল্লীতে নির্যাতিতদের সহায়তার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কনসার্ট ফর ফাইটার্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয় ভাস্কর্য চত্বরে বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ অনুষ্ঠান। এতে দেশের বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কেন্দ্রীয়ভাবে বৃহৎ আকারে কনসার্ট আয়োজনের প্রস্তুতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে কনসার্ট ফর ফাইটার্স জবি শাখা। শাখার সমন্বয়ক ও সংগঠক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অভি চৌধুরী বলেন, ২০০৫ সালে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কনসার্ট ফর ফাইটার্স নামে এই অনুষ্ঠানের সূচনা হয়। নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য। দীর্ঘ ১১ বছর পর আবারও নতুন করে কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট ফর ফাইটার্স অনুষ্ঠিত হচ্ছে।