জবিতে জালিয়াতির অভিযোগে আটক ৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

আটকদের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিকেলে ভর্তি পরীক্ষা চলাকালীন হলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকদের চারজন ছেলে ও একজন মেয়ে। তারা হলেন- মেহেদী হাসান, রাজন খান, রিদয় হাসান, আল মাসুম ও তাহমিনা ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, পাঁচজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত উপস্থিত না থাকায় তাদের সাজা না দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীকালে তাদের শাস্তি দেওয়া হবে।