জবিতে ভর্তি কার্যক্রম শুরু ২৭ নভেম্বর

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে ২৭ নভেম্বর থেকে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তির জন্য গত ২২ নভেম্বর প্রকাশিত প্রথম মেধা তালিকায় মনোনয়নপ্রাপ্তরা বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিটে ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এ ছাড়া কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি ইউনিটের ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এবং ই ইউনিটের ভর্তি কার্যক্রম ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তির সময় শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, সদ্য তোলা ৮ কপি ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

প্রথম মেধা তালিকায় মনোনীতদের ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে এ বি এবং সি ইউনিটের পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd)- থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম এ বি সি এবং ই ইউনিটের ক্লাস ১৫ জানুয়ারি থেকে শুরু হবে।