জর্জ মাইকেলের বিখ্যাত ১০ গানটি ভিডিও

নিউজ ডেস্ক : প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ মাইকেল আর নেই। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজ বাসায় রোববার রাতে মারা গেছেন তিনি।

আশির দশকের শুরুর দিকে তার গান ‘ওয়েক মি আপ বিফোর ইউ গো’ মুক্তি পাওয়ার পর পরই জর্জ মাইকেল রাতারাতি একজন সাধারণ বালক থেকে রীতিমতো বিখ্যাত পপ তারকায় পরিণত হয়ে যান।

এ প্রসঙ্গে জর্জ বলেছিলেন, ‘আমি মনে করি গানটির কথা আসলে গানের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়।’ তিনি মনে করতেন একাডেমিক ডিগ্রি নিয়ে সফল হওয়ার থেকে গান গেয়ে সাফল্য লাভ করা সহজ। নিন্দুকেরা এবং চারপাশের পরিচিতজনেরা অনেকেই তার সঙ্গে একমত ছিলেন না।

কিন্তু স্বীয় গুণে গুণান্বিত এই সংগীতশিল্পী অল্প কিছুদিনের মধ্যেই দক্ষতা এবং জনপ্রিয়তায় বিখ্যাত শিল্পী অ্যারেথা ফ্র্যাংকলিন এবং এলটন জন- এর পাশে নিজের নাম লেখান। গানের মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন মানুষের মনের কথা এবং সোচ্চার হয়েছিলেন সামাজিক অনাচার, কুপ্রথার বিরুদ্ধে।

https://youtu.be/lu3VTngm1F0