জলঢাকায় স্কুলে স্কুলে বই উৎসব পালন

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর জলঢাকায় সারাদেশের ন্যায় স্কুলে স্কুলে বই উৎসব পালন করা হয়। এ উপলক্ষে রবিবার সকালে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার আশরাফ উজ জামান সরকার, এমপি পত্নী প্রভাষক মার্জিয়া সুলতানা ও প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসএসি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আতাউর রহমান। অন্যদিকে দুপুরে জলঢাকা পৌরসভাধীন আলহেরা এডুকেয়ার হোম কেজি ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরন উৎসব পালন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি সিদ্দুিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বই বিতরন করেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্হিত ছিলেন ওসি মোস্তাফিজার রহমান , পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মজিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন, আঃলীগ নেতা আলমগির হোসেন, নজরুল ইসলাম, ওলামালীগের সাধারন সম্পাদক এমদাদুল হক ও প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন উৎসব পালন করা হয়।