জাজ পার্টনার হলো বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গবিডি

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে এ প্রতিষ্ঠানটি। এবার তাদের মুভি লাইব্রেরির অফিশিয়াল ডিজিটাল পার্টনার হলো বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গবিডি।

আজ শনিবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হেটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার মুভি লাইব্রেরির অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গবিডি। এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের দায়িত্ব গ্রহণ বঙ্গবিডির।

বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ বলেন, ‘এখন অনেক খারাপ সময় যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে ফিল্ম মিডিয়াকে টিকিয়ে রাখার জন্য। অর্ধেক বঙ্গবিডি আর অর্ধেক জাজ মিলে একটি ডিজিটাল প্ল্যাফর্মে দাঁড়াবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে ডিজিটাল প্লাটফর্মের কোনো বিকল্প নেই। আশা করি, সামনের দিনগুলো আমরা একসঙ্গেই কাজ করব।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘অনেকেই পুরোনো সিনেমা দেখতে পারছেন না। জাজ মাল্টিমিডিয়া আর বঙ্গবিডি একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। বঙ্গবিডির মাধ্যমে পুরোনো কনটেন্ট সবাইকে প্রদর্শনের ব্যবস্থা করছি। শুধু বাংলাদেশ নয়, কলকাতাও বঙ্গবিডির একটি বড় মার্কেট। তাই সেখানকার মানুষও যাতে কনটেন্টগুলো দেখতে পারেন সেই ব্যবস্থাও যেন করে বঙ্গবিডি। আশা করছি, বঙ্গবিডির মাধ্যমে জাজের কনটেন্টগুলো সর্বত্র ছড়িয়ে পড়বে।’

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হৃদি। এ সময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক রোশান, নায়িকা পূজা চেরীসহ অনেকে।