জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় বিশ্বাসী

আমি কাজল রায়। আমি আমার হৃদয়ে সবসময় স্বচ্ছ স্বতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাজনৈতিক স্বত্তাকে লালন করেই চলি। বঙ্গবন্ধুর আদর্শ, ব্যক্তিত্ব আর রাজনৈতিক চেতনা আমাকে অদ্যাবধি প্রলুব্ধ করে। যদিও আমার বেড়ে উঠা নিছক ছোট্ট একটি মফস্বল এলাকায়। অন্য বাবা মায়ের সন্তানদের মতই আমার বাবা-মা ও তাঁদের সাধ আর সাধ্যের সমন্বয়ে প্রাথমিক- মাধ্যমিক শিক্ষার স্তর শেষ করে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বিভাগীয় শহরে প্রেরণ করেন আমাকে। মফস্বল এলাকায় বেড়ে উঠা প্রাণবন্ত সহজ-সরল আমি, দু’চোখে হাজারো স্বপ্নের ব্যপ্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গ্রহণের আশায় ও মা-বাবার লালায়িত স্বপ্ন গুলোকে বাস্তবায়নের অঙ্গীকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সবকিছু খুব স্বাভাবিকই ছিলো। ডানপিটে এই সহজ -সরল জীবনে রাজনৈতিক পরিমন্ডলে আমি সবসময়ের জন্যই আলাদা একটা আত্নিক টান অনুভব করতাম। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর চেতনা, কর্মতৎপরতা আর মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম, দেশের সাধারণ মানুষের জন্য ভালবাসা আমাকে প্রতিনিয়ত দেশপ্রেমে উজ্জীবিত করে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে, রাজনৈতিক চেতনাকে বৃহৎ আঙ্গিকে প্রস্ফুটিত করার অভিপ্রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ এর রাজনীতি শুরু করি। দিনে দিনে নিজেকে একজন প্রকৃত রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রলীগে যোগদান করি। নিজের পড়ালেখার পাশাপাশি আপামর ছাত্র-জনতার ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ও সত্য আর সুন্দরকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ছাত্রলীগের কর্মকাণ্ডের বিস্তর বিকাশ ঘটাতে কর্মতৎপরতা চালিয়ে যেতে থাকি। জড়িয়ে পড়ি আপাদমস্তক ছাত্র রাজনীতির সাথে। আমার এই কর্মতৎপরতার জন্য তৎকালীন ২০০০-২০০১ ইং সালের দিকে জামায়াত শিবিরের রোষানলের শিকার হয়। যার ফলস্বরূপ ২০০১ইং সালের ১০ই নভেম্বর জামায়াত শিবিরের অতর্কিত বর্বর হামলার শিকার হই। সে এক নিদারুণ ঘৃণ্য আর সম্পূর্ণ মানবিকতা বিবর্জিত কাজ ছিল তৎকালীন জামায়াত শিবিরের। লোহার রড আর ধারালো অস্ত্রের আঘাতে আমার পুরো শরীর রক্তাক্ত করে আমাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায় তারা…… পথচারীরা আমাকে মৃত ভেবে রাজশাহী মেডিক্যালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সে যাত্রায় প্রাণ ফিরে পায় আমি। সুস্থ্য হয়ে আবার ও শুরু করি পূর্ণদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যেতে থাকি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নাটোর জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের সাথে কাজ করে চলেছি। এরই ধারাবাহিকতায় গত ২০শে ফেব্রুয়ারি নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করি। অদ্যাবধি বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মদিবস পালন ও কর্মকাণ্ড বাস্তবায়ন থেকে শুরু করে রাজনৈতিক পরিমন্ডলে নিজেকে সম্পৃক্ত রেখে চলেছি। গত ১৬ই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষ্যে নাটোর জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে সিনিয়র নেতৃবৃন্দের সাহচর্যে তা বাস্তবায়ন করি। সর্বপরি জননেত্রী শেখ হাসিনার সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছি প্রতিনিয়ত।