জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের। বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয় দিবসে মুক্তিযুদ্ধ যাদুঘরেও শিশু কিশোরদের নিয়ে বিজয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশ নেয়। নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে তারা উদযাপন করছে বিজয় দিবস।

শিশু-কিশোরদের অনুষ্ঠান উপভোগ করতে গুনীজনেরাও উপস্থিত হন সেখানে। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ আরো অনেকে সেখানে হাজির হন।

রাশেদ খান মেনন বলেন, আমাদের দেশে এখনো মুক্তিযুদ্ধবিরোধীরা তৎপর রয়েছে। তারপরও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে খেলাঘর, লালমাটিয়া গার্লস উচ্চ বিদ্যালয়, বিসিএসআইআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি করে তারা।