জাতীয় মৎস্যজীবী সমিতির মহাসচিব ও দপ্তর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার :জাতীয় মৎস্যজীবী সমিতির ২০২২ সালের জুনের নির্বাচনের সভাপতি নির্বাচিত হন এডভোকেট মোঃ ইসলাম আলী। সাধারণ সম্পাদক /মহাসচিব নির্বাচিত হন মোঃ রফিকুল ইসলাম. বিগত দুই বছর যাবৎ কমিটির মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি কেন্দ্রীয় কমিটি।সাধারণ সদস্যদের দাবি কমিটি দেওয়ার নাম করে দপ্তর সম্পাদক মুজিবর মাস্টার ও মহাসচিব রফিকুল ইসলাম বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মুঠোফোনে সভাপতি আলাপকালে ক্রাইম পেট্রোল বিডিকে বলেন,দপ্তর সম্পাদকের বিরুদ্ধে ২৫ টির বেশি অভিযোগ আমার হাতে জমা পড়েছে। তাকে আমরা সমিতি থেকে অনেকবার বহিষ্কার করেছিলাম। হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বারবার তার সদস্য পদ টিকিয়ে রাখে। অন্যদিকে দপ্তর সম্পাদক অনিয়ম দুর্নীতির আঙ্গুল তুললেন সভাপতির দিকে।দপ্তর সম্পাদক ক্রাইম পেট্রোল বিডিকে বলেন,জাতীয় মৎস্যজীবী সমিতি দ্বারা সভাপতি ইসলাম আলীর উপকার হয়। সাধারণ জেলেদের কোনো উপকার হয় না।সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের স্বেচ্ছাচারিতার কারণে আজ মৎস্যজীবী সমিতির বেহাল দশা বলে জানিয়েছেন সাধারণ সদস্যরা।নামে জাতীয় মৎস্যজীবী সমিতি হলেও ৭১ জন সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও আদৌ কেউ প্রকৃত জেলে সম্প্রদায়ের লোক কিনা সন্ধিহান।সমিতির একটি স্লোগান রয়েছে,জাল যার জলা তার মৎস্যজীবীর অধিকার।প্রশ্ন থেকেই যায়,কমিটিতে যারা আছেন তারা কি সত্যিকারের জেলে সম্প্রদায়ের লোকদের উপকারে আসবেন কি?