জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা শীষে অক্ষয়ের রুস্তম

বিনোদন ডেস্ক : শুক্রবার (৭ এপ্রিল) প্রকাশিত হয়েছে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

৬৪তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রধান জুরি ছিলেন নির্মাতা প্রিয়দর্শন। এ নির্মাতার পরিচালনায় কাঞ্চিবারাম সিনেমাটি ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এ বছর প্রতিযোগিতায় ছিল ৩০০ সিনেমা। গত ১৬ মার্চ থেকে নির্বাচন কাজ শুরু হয় এবং আজ মূল তালিকা ঘোষণা করা হয়।

রুস্তম সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা অক্ষয় কুমার। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। সেরা হিন্দি সিনেমার পুরস্কার জিতেছে সোনম কাপুর অভিনীত নীরজা সিনেমাটি। এতে অভিনয়ের জন্য জুরিদের প্রশংসা পেয়েছেন সোনম। এ ছাড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজিত সিনেমা ভেন্টিলেটর জিতেছে সেরা পরিচালকসহ দুটি পুরস্কার।

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা নিচে দেয়া হলো:

সেরা অভিনেতা : অক্ষয় কুমার (রুস্তম)

সেরা অভিনেত্রী : সুরভী সিএম (মিনামিনুনেগে)

সেরা সিনেমা : কাসাব (মারাঠি)

সেরা পরিচালক : রাজেশ মাপুসকার (ভেন্টিলেটর)

সেরা সিনেমা (সামাজিক বিষয় নিয়ে নির্মিত) : পিঙ্ক

সেরা পার্শ্ব অভিনেতা : মনোজ জোশি (দশক্রিয়া)

সেরা পার্শ্ব অভিনেত্রী : জায়রা ওয়াসিম (দঙ্গল)

সেরা সিনেমা (হিন্দি) : নীরজা

সেরা সিনেমা (মারাঠি ) : দশক্রিয়া

সেরা সিনেমা (কন্নড়) : রিজার্ভেশন

সেরা সিনেমা (বাংলা) : বিসর্জন

সেরা সিনেমা (শিশুতোষ) : ধনক

সেরা ভিএফএক্স : শিবে

সেরা অভিষিক্ত পরিচালকের জন্য ইন্দিরা গান্ধি পুরস্কার : দীপ চৌধুরী, খলিফা (বাংলা)

সেরা অ্যাকশন পরিচালক ও স্টান্ট কোরিওগ্রাফার : পিটার হেইনস (পুলিমুরুগান)

সেরা সম্পাদনা ও শব্দ মিশ্রন : ভেন্টিলেটর

সেরা প্লেব্যাক (গায়ক) : সুন্দরা আয়ার (জোকার)

সেরা প্লেব্যাক (গায়িকা) : ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালোবাসো, প্রাক্তন)