জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়ার সিদ্ধান্ত

করোনার কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৬ আগস্ট) জাতীয় চিড়িয়াখানায় এক অনুষ্ঠানে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, চিড়িয়াখানা খুললেও স্বাস্থ্য বিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থা। এ সময় চিড়িয়াখানায় জন্ম নেওয়া বাঘের দুটি বাচ্চার নামকরণ করেন মন্ত্রী। প্রায় আড়াই মাস আগে জন্ম নেয়া পুরুষ বাচ্চাটির নাম রাখা হয়েছে দুর্জয় আর মেয়ে বাচ্চার নাম রাখা হয় অবন্তিকা।

এছাড়া চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে জানান শ ম রেজাউল করিম।

করোনার কারণে চলতি বছরের ২ এপ্রিল থেকে বন্ধ রয়েছে জাতীয় চিড়িয়াখানা।