‘জাতীয় পরিচয়পত্র থাকা খুবই দরকার’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু হয়েছে।

সোমবার রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্পে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় সকাল সাড়ে ৯টায়।

এখানে ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। এ ওয়ার্ডে মোট ভোটার ১৮ হাজার ৫০০। আজ সাড়ে ৩ হাজার ভোটারকে কার্ড দেওয়া হবে।

এ ক্যাম্পে নির্বাচন কমিশনের স্টাফ আবদুল কাদের বলেন, ‘সকাল থেকে অনেক ভিড় যাচ্ছে। অনেক লোক আসছে। তবে সামাল দিতে আমাদের সমস্যা হচ্ছে না।’

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্পে কথা হয় কাকরাইলের বাসিন্দা শফিকুর রহমানের সঙ্গে। তিনি জানান, স্মার্ট কার্ড হাতে পেয়ে খুব খুশি। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র থাকা খুবই দরকার। এই পরিচয়পত্র অনেক কাজে লাগে। আগের প্লাস্টিকের কার্ডের চেয়ে ডিজিটাল জাতীয় পরিচয়পত্র কার্ডটি দেখতে অনেক সুন্দর। শুনেছি অনেকগুলো কাজেই এটি ব্যবহার করা যাবে।’

 

তবে স্মার্ট কার্ড সংগ্রহ করতে গিয়ে কিছুটা সমস্যা হয়েছে বলে জানান শফিকুর। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কার্ড সংগ্রহ করতে আসেন। তবে নির্দিষ্ট লাইন না থাকায় হয়রানির শিকার হতে হয়। লাইন থাকাটা জরুরি বলে মনে করেন তিনি।

সঞ্জয় কুমার দত্ত নামের আরেকজন স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশিতে সেলফি তুলেছেন। তিনি বেইলি রোডের বাসিন্দা। তিনি বলেন, ‘স্মার্ট কার্ডটি অনেক সুন্দর ও মজবুত। এটি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি সফল পদক্ষেপ। এই স্মার্ট কার্ডটি আগের জাতীয় পরিচয়পত্রের কার্ডের তুলনায় অনেক বেশি নিরাপদ।’

তবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যাপারে প্রচারে ঘাটতি ছিল বলে তিনি মনে করেন। সঞ্জয় বলেন, ‘স্মার্ট কার্ড দেওয়ার ব্যাপারে প্রচার-প্রচারণা অনেক আগে থেকেই করা উচিত ছিল। প্রচার সঠিকভাবে হয়নি বিধায় আমাদের অনেকেরই হয়রানির শিকার হতে হয়েছে। আশা করি সামনের দিনগুলোতে এ সমস্যা আর হবে না।’