জাতীয় পার্টির প্রার্থী ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেনঃ এরশাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ভালোভাবে ভোট অনুষ্ঠিত হলে জাতীয় পার্টির প্রার্থী ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি নগরীর শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, এটা নির্বাচন কমিশনের জন্য একটা পরীক্ষা। তাই এই নির্বাচনে ইসিকে অর্জন করতে হবে গ্রহণ যোগ্যতা। এখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। ভালোভাবে ভোট অনুষ্ঠিত হলে জাতীয় পার্টির প্রার্থী ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন।

এ সময় একই কেন্দ্রে ভোট দেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের। তার সঙ্গে ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটে নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু সালেমা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা মাহিগঞ্জের দেওয়ান টুলি স্কুল কেন্দ্রে ভোট দেন।