জাতীয় প্রাথমিক শিক্ষা পুরস্কার পাচ্ছেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ২০১৯ সালে জাতীয়পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান নির্বাচন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ এপ্রিল জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জাতীয়পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এসএমসি, বিদ্যোৎসাহী সমাজকর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কার দেয় সরকার। ২০১৯ সালে জাতীয়পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান নির্বাচিত হলেও করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া সম্ভব হয়নি।

যারা পাচ্ছেন পুরস্কার

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক : প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে, ২০১৯ সালের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম এবং নওগাঁ সদরের কীত্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক : এ ক্যাটাগরিতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল আলম, রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ বিদ্যালয় : এ ক্যাটাগরিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

শ্রেষ্ঠ এসএমসি সভাপতি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ডা. হরিপদ রায় নির্বাচিত হয়েছেন। পাবনার ঈশ্বরদীর আড়মবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নওশাদ আলী শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ কর্মচারী/ইনস্ট্রাক্টর/ইউআরসি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারীকে আবু বক্কার সিদ্দিক শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সহকারী ইউআরসি (উপজেলা রিসোর্স সেন্টার) ইনস্ট্রাক্টর মো. আব্দুস সাইদ ভূইয়া শ্রেষ্ঠ ইউআরসি ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা সদরের ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টর নুরজাহান বেগম বিউটি শ্রেষ্ঠ ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা : ঝিনাইদহ জেলার মহেশপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান শ্রেষ্ঠ উপজেলা/থানা সহকারী অফিসার নির্বাচিত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরের উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ পিটিআই ও সুপারিনটেনডেন্ট : লালমনিরহাট পিটিআই শ্রেষ্ঠ পিটিআই নির্বাচিত হয়েছে। কক্সবাজার পিটিআইয়ের ইনস্ট্রাক্টর মো. নুরুল আলম শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম তালুকদার শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : মাগুরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও চেয়ারম্যান : টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ২০১৯ সালে যারা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছিলেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া সম্ভব হয়নি। আগামী ১ এপ্রিল ২০১৯ ও ২০২০ সালে পুরস্কার জয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।