জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা রজত জয়ন্তি উপলক্ষে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তি উপলক্ষে সারা দেশের কলেজসমূহ আনন্দ শোভাযাত্রা বের করেছে। ২১শে অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তি উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারা দেশে কলেজসমূহে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এই স্লোগানসহ অভিন্ন ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় যোগ দেন। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি এ এস মাহমুদ, সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), কলেজ অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতারসহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বেইলি রোড, অফিসার্স ক্লাব হয়ে পুনরায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গিয়ে সমাপ্ত হয়। এর আগে কলেজে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বক্তব্য রাখেন। অপরদিকে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান রাজধানীর তেজগাঁও কলেজ, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু মিরপুর কলেজ, কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ আলহাজ মকবুল হোসেন কলেজ আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন। প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ২৫ ও ২৬শে অক্টোবর গাজীপুর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।