জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসছে আজ

বিশেষ প্রতিনিধি : দশম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসছে আজ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই অধিবেশনেই আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন।

আগামী ১ জুন দুপুর দেড়টায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন তিনি। এর মাধ্যমে তিনি বাংলাদেশের ইতিহাসে টানা নবমবারের মতো বাজেট উপস্থাপন করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে তার ১১তম বাজেট। এর আগে এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দুটি বাজেট দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় সংসদের বৈঠক বসার আগে কার্য উপদেষ্টা কমিটিতে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। এ ছাড়া বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ করা হবে।

এর আগে গতকাল সোমবার অর্থমন্ত্রী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটের খসড়া চূড়ান্ত করেন। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট বক্তৃতা চূড়ান্ত করেছি। মোটামুটি সব ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আশা করি আগামী ১ জুন সংসদে বাজেট উপস্থাপন করব।’

আগামী অর্থবছরের বাজেট চার লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান। ২৯ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। ৩০ জুনের মধ্যে বাজেট পাসের বাধ্যবাধকতা রয়েছে।

বাজেট পেশের আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে অর্থবিলের অনুমোদন দেওয়া হবে। পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।